About us

Hello Curious Learner!

এই ব্লগে আপানকে স্বাগতম।   
বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে প্রতিনিয়ত আবিষ্কৃত হচ্ছে নানান ধরনের প্রযুক্তি, আমাদের জীবনে যুক্ত হচ্ছে নতুন নতুন শব্দ। এসব প্রযুক্তি নিয়ে আমাদের মনে তৈরি হয় অনেক কৌতুহল। আবার ভুল জানার কারণে প্রযুক্তি সম্বন্ধে অনেকের তৈরি হয় ভুল ধারনা। যাইহোক, আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির বিভিন্ন বিষয়ে আপনার কৌতূহল মেটাতে এবং নির্ভুল ধারনা দিতে এই ব্লগে রয়েছে অসংখ্য উন্নতমানের এবং তথ্যসমৃদ্ধ কন্টেন্ট এবং আর্টিকেল। এছাড়া বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট যেমন প্রোগ্রামিং, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট ইত্যাদি এবং ফ্রিল্যান্সিং ও অনলাইনে আয় নিয়ে লেখা আছে বেশ কিছু কন্টেন্ট। এই ব্লগের আরেকটি দিকে হল, এর বেশির ভাগ কন্টেন্ট এবং আর্টিকেল বাংলায় লেখা হয়েছে। এখানে প্রত্যেকটি কন্টেন্ট এবং আর্টিকেল এর তথ্যগুলো অত্যন্ত সতর্কতার সাথে যাচাই করা হয়েছে। এই ব্লগে প্রধান আলোচিত বিষয়গুলো হল computer, internet, programming, freelancing, cybersecurity ইত্যাদি।

বাংলায় পড়ুন, বাংলায় জানুন। নিজ ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক তথ্য জানতে ব্লগটি Bookmark করুন। 

Stay with us and satisfy your curiosity.
Thank you.
 

Post a Comment (0)